রাজ্যে মাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার নিয়োগ, বেতন 32,000/- টাকা | WB Stenographer Recruitment 2024
পশ্চিমবঙ্গে স্টেনোগ্রাফার পদে নিয়োগ (WB Stenographer Recruitment 2024) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অনেকেই রয়েছেন যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী হয়ে দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনারা। নিযুক্ত কর্মীদের মাসে ভালো অংকের টাকা বেতন হিসাবে প্রদান করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কোন্ সংস্থা নিয়োগ করবে: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে অফিস অফ দা ডিস্ট্রিক্ট জাজ তথা জেলা আদালতের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
কোন্ পদে নিয়োগ: স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে দু ধরনের গ্রেড রয়েছে –
1. ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড – II
2. ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড – III
নিচে পদ অনুযায়ী বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে –
পদের নাম: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড – II
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
বেতনক্রম: মাসিক বেতনক্রম 37,100 – 95,500/- টাকার মধ্যে থাকবে।
পদের নাম: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড – III
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতনক্রম: 32,100 – 82,900/- টাকার মধ্যে থাকবে মাসিক বেতন।
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে।
কীভাবে আবেদন জানাবেন: অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা।
নিচে দেওয়া লিংকে গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাট অর্থাৎ আবেদনপত্র সংগ্রহ করে নিন।
নিজেদের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করবেন।
নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।
সবার শেষে যাবতীয় ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করে এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদন জানাতে পারবেন আগামী 30/09/2024 তারিখের আগে।
নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে, দেখে নিন –
অফিসিয়াল নোটিফিকেশন+অ্যাপ্লিকেশন ফরম্যাট | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |