Indian Railways Recruitment 2024
|

11,558 শূন্যপদে রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন আবেদন পদ্ধতি | Indian Railways Recruitment 2024

ভারতীয় রেলের পক্ষ থেকে বিরাত নিয়োগ (Indian Railways Recruitment 2024) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে 11 হাজারেরও অধিক শূন্যপদে হতে চলেছে কর্মী নিয়োগ। অনেক চাকরিপ্রার্থীই রয়েছেন যারা রেল বিভাগের চাকরিতে আগ্রহী এবং সুদীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তারা এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।

Indian Railways Recruitment 2024

কোন্ সংস্থা নিয়োগ করবে: ভারতীয় রেলের তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে হতে চলেছে এই নিয়োগ।

পদের বিবরণ: এখানে বেশ কয়েক ধরনের পদ রয়েছে যেগুলোতে প্রধান দুটি শ্রেণীর আওতায় আনা হয়েছে। যথা,

1. Graduate Posts

2. Undergraduate Posts

শূন্যপদ এর বিবরণ: মোট 11,558 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। Graduate Posts এর অধীনে শূন্যপদের সংখ্যা হলো 8113 টি এবং Undergraduate Posts এ মোট শূন্যপদ হলো 3445 টি।

নিচে পদ অনুযায়ী বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে –

পদের শ্রেণি: Graduate Posts

পদের বিবরণ: মোট 5 ধরনের পদ রয়েছে এর অধীনে। যথা,

1. Chief Commercial cum Ticket Supervisor 

2. Station Master 

3. Goods Train Manager 

4. Junior Accountant Assistant cum Typist 

5. Senior Clerk cum Typist 

আবেদনকারীর বয়সসীমা: উপরোক্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা হতে হবে 18-36 বছর বয়সের মধ্যে।

পদের শ্রেণি: Undergraduate Posts

পদের বিবরণ: এখানেও মোট ধরনের পদ রয়েছে –

1. Commercial cum Ticket Clerk 

2. Accounts Clerk cum Typist 

3. Junior Clerk cum Typist 

4. Trains Clerk 

আবেদনকারীর বয়সসীমা: এসব পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়সসীমা হতে হবে 18-33 বছর বয়সের মধ্যে।

বেতনক্রম: পদ অনুযায়ী বেতনক্রম নিচে দেওয়া হয়েছে –

Graduate Posts 

1. Chief Commercial cum Ticket Supervisor – 35,400/- টাকা 

2. Station Master – 35,400/- টাকা

3. Goods Train Manager – 29,200/- টাকা 

4. Junior Accountant Assistant cum Typist – 29,200/- টাকা 

5. Senior Clerk cum Typist – 29,200/- টাকা 

Undergraduate Posts

1. Commercial cum Ticket Clerk – 21,700/- টাকা 

2. Accounts Clerk cum Typist – 19,900/- টাকা 

3. Junior Clerk cum Typist – 19,900/- টাকা 

4. Trains Clerk – 19,900/- টাকা 

কীভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

নিজ নিজ যাবতীয় তথ্য যেমন মোবাইল নম্বর, ইমেল, নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।

বিভিন্ন ডকুমেন্ট এর পাশাপাশি নিজ নিজ পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট করে দেবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম।

আবেদনের শেষ তারিখ: Graduate Posts এর ক্ষেত্রে আবেদনের সময়সীমা হলো 14/09/2024 তারিখ থেকে 13/10/2024 তারিখ পর্যন্ত।

অন্যদিকে, Undergraduate Posts এর ক্ষেত্রে আবেদনের সময়সীমা হলো 21/09/2024 তারিখ থেকে 20/10/2024 তারিখ পর্যন্ত।

নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক প্রদান করা হয়েছে।

অফিসিয়াল নোটিফিকেশনক্লিক করুন 
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *