PM Internship Scheme 2024

PM Internship Scheme 2024: দেশের প্রতি বেকার পাবে মাসে 5000/- টাকা, শীঘ্রই আবেদন করুন

সুখবর! সুখবর! সুখবর! শুরু হলো কেন্দ্র সরকারের এক নতুন স্কিম (PM Internship Scheme 2024)। এক আবেদনেই এবার থেকে মাসে পেয়ে যাবেন 5000/- টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশের সমস্ত বেকার যুবক ও যুবতীদের কথা মাথায় রেখে এবং তাদের বেকার সমস্যার সমাধান এর জন্যই এমন বিরাট এবং যুগান্তকারী উদ্যোগ নিলেন কেন্দ্র সরকার। নিচে সবিস্তারে আলোচনা করা হলো।

PM Internship Scheme 2024

স্কিমের মূল লক্ষ্য: 

বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে এমন প্রকল্পের আয়োজন করা হয়েছে –

1. প্রথমত, দেশের বেকার যুবক যুবতীদের বিভিন্নভাবে কর্মমুখী করে তুলতে হবে এবং বেকার সমস্যায় রাশ টানতে হবে।

2. দ্বিতীয়ত, দুর্দান্ত এই প্রকল্প তথা স্কিমের আওতায় প্রায় দেশের বেকার এক কোটি যুবক ও যুবতীদের এনে তাদের ইন্টার্নশিপ করানো হবে।

3. তৃতীয়ত, সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইন্টার্নশিপ করানো হবে সম্পূর্ণ ফ্রিতে। 

4. চতুর্থত, আগামী পাঁচ বছরে দেশের উল্লেখযোগ্য এবং বিখ্যাত ৫০০টি শিল্প তথা কোম্পানিতে এই বেকার যুবক-যুবতীদের ইন্টার্নশিপ এর সুযোগ করে দেওয়া হবে।

স্কিমে যেসব সুবিধা পাবেন: 

1. এই স্কিমে আবেদনকারীরা ইন্টার্নশিপ করাকালীন মাসে 5000/- টাকা করে স্টাইপেন্ড পাবেন।

2. এই 5000/- টাকার মধ্যে 4500/- টাকা কেন্দ্র সরকার এবং বাকি 500/- টাকা শিল্প তথা কোম্পানি প্রদান করবেন।

3. দেশের শীর্ষ এবং বিখ্যাত কোম্পানি গুলোতে বারো মাস তথা এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।

4. সঙ্গে থাকছে এককালীন 6000/- টাকা অনুদান।

আবেদনকারীর যোগ্যতা:

যেকোনো যোগ্যতার অধিকারী হলেই প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। যেমন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ITI কিংবা স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করা থাকলেই আবেদন করা যাবে।

আবেদনকারীর বয়সসীমা:

ন্যূনতম 21 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ 24 বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

কীভাবে আবেদন করবেন:

অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ভিজিট করে শীঘ্রই আবেদন করে নিন আপনিও।

অফিসিয়াল ওয়েবসাইট/ আবেদনের লিংকক্লিক করুন 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *