WB DLSA Recruitment 2024
|

মাধ্যমিক পাশে পিওন, অফিস সহায়ক পদে নিয়োগ, বেতন 18,000/- টাকা | WB DLSA Recruitment 2024

পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (DLSA) এর তরফে নিয়োগ (WB DLSA Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে পিওন এবং অফিস অ্যাসিস্ট্যান্ট তথা সহায়ক পদে হচ্ছে নিয়োগ। সেক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে থাকলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন আপনারা। আসুন বিস্তারিত জেনে নিই।

WB DLSA Recruitment 2024

কোন সংস্থা নিয়োগ করবে: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (DLSA) এর তরফে হচ্ছে নিয়োগ।

কোন্ পদে নিয়োগ: প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

পদের নাম: অফিস পিওন

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। 

মাসিক বেতন: 13,750/- টাকা।

পদের নাম: Office Assistants / Clerks-cum-Receptionist-cum-Data Entry Operator (Typist)

শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েশন/ স্নাতক পাশ যোগ্যতা থাকা দরকার। কম্পিউটার ডেটা এন্ট্রি সঙ্গে পদ সম্পর্কিত অন্যান্য যোগ্যতা থাকলেই আবেদন জানান।

মাসিক বেতন: 18,000/- টাকা।

আবেদনকারী বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18-40 বছর বয়সের মধ্যে। 01/01/2024 তারিখ ধরে বয়স হিসাব করা হবে।

কীভাবে আবেদন করবেন: যারা আগ্রহী তারা আবেদনপত্র জমা করে আবেদন জানাতে পারবেন।

1. নিচে লিংক দেওয়া হলো, সেখানে গিয়ে আবেদনপত্র/ অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

2. নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে নিন।

3. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।

4. শেষে কিছু ডকুমেন্ট জেরক্স এবং সই করে ফর্মের সঙ্গে যুক্ত করে এগুলি সব খামের মধ্যে ভরে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: আগামী 13/09/2024 তারিখের আগেই আবেদনকারীরা আবেদন জানাতে পারেন।

নিচে গুরুত্বপূর্ণ সব লিংক প্রদান করা হয়েছে –

অফিসিয়াল নোটিফিকেশন + আবেদনপত্রক্লিক করুন 
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *