WB Karmabandhu Recruitment 2024
|

পশ্চিমবঙ্গে জেলা আদালতে কর্ম বন্ধু পদে নিয়োগ, চাকরি ইন্টারভিউয়ের মাধ্যমে | WB Karmabandhu Recruitment 2024

পশ্চিমবঙ্গে কর্ম বন্ধু পদে কর্মী নিয়োগ (WB Karmabandhu Recruitment 2024) suru হলো। রাজ্যে মূলত জেলা আদালত অফিসের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন আপনারা। এখানে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না, কর্মীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে নেওয়া হবে। নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

WB Karmabandhu Recruitment 2024

কোন্ সংস্থা নিয়োগ করবে: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে জেলা আদালত তথা ডিস্ট্রিক্ট জাজ এর তরফে হবে এই নিয়োগ।

কোন্ পদে নিয়োগ: কর্ম বন্ধু পদে নিয়োগ করা হবে আবেদনকারী প্রার্থীদের।

আবেদনকারীর বয়সসীমা: কমপক্ষে 18 বছর বয়স হলে আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা 40 বছর।

বেতনক্রম: কর্মীদের মাসে 3,000/- টাকা করে বেতন প্রদান করা হবে।

কীভাবে নিয়োগ হবে: নিয়োগ হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। ইন্টারভিউতে 30 নম্বর রয়েছে।

কীভাবে আবেদন জানাবেন: আবেদন জানাতে পারবেন অফলাইনের মাধ্যমে।

1. নিচে একটি লিংক দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এর, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।

2. নিজেদের যাবতীয় তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।

3. নিজেদের নাম, জন্মতারিখ, বয়স, অভিভাবকের নাম, যোগ্যতা এসব তথ্য দিয়ে দেবেন।

4. ফর্মের ওপরে ডানদিকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং নিচে ডানদিকে একটি সিগনেচার করুন।

5. শেষে কিছু ডকুমেন্ট ফর্মের সঙ্গে যুক্ত করে এগুলি পৌঁছে দিন নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: আগামী 18/09/2024 হলো আবেদন জানানোর শেষ তারিখ। 

নিচে যাবতীয় লিংক প্রদান করা হয়েছে, দেখে নিন –

অফিসিয়াল নোটিফিকেশন + অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করুন 
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *