পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ (WBSEDCL Recruitment 2024) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে মোট তিন ধরনের পদে হবে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে থাকলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। যেকোনো জেলা অথবা প্রান্ত থেকে যেকোনো প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

কোন্ সংস্থা নিয়োগ করবে: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবন অর্থাৎ WBSEDCL এর তরফ থেকে এই নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।
কোন্ পদে নিয়োগ: মোট তিন ধরনের পদ রয়েছে। যথা,
1. ডেপুটি চিফ সিকিউরিটি অফিসার
2. স্পেশাল অফিসার
3. সিনিয়র পার্সোনাল সেক্রেটারি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীদের স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা: 01/01/2024 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হওয়া দরকার 62 বছর বয়সের নিচে।
বেতনক্রম: পদ অনুযায়ী বেতনক্রম নিচে দেওয়া হলো –
1. ডেপুটি চিফ সিকিউরিটি অফিসার – 58,000/- টাকা
2. স্পেশাল অফিসার – 40,000 – 50,000/- টাকা
3. সিনিয়র পার্সোনাল সেক্রেটারি – 37,000/- টাকা
কীভাবে নিয়োগ হবে: আবেদনকারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের (WALK-IN-INTERVIEW) এর মাধ্যমে।
কীভাবে আবেদন জানাবেন: নিজেদের যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।
এক্ষেত্রে নিজেদের নাম, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি দেবেন।
সবশেষে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফরম্যাট। ইমেল ঠিকানা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন এর মধ্যে পেয়ে যাবেন।
আবেদনের শেষ তারিখ: আবেদন জানাতে পারবেন আগামী 18/09/2024 তারিখের আগে।
নিচে যাবতীয় লিংক প্রদান করা হয়েছে, দেখে নিন –
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |